মজার শর্টকার্ট (পর্ব-০১)

Easylinkbd
0

জ্ঞানের আলো নামের গণিত শর্টকাট বইটি আমার খুব ভাল লাগে। বইটি আমি পর্ব পর্ব করে পেইজবুকের একটা চাকুরির প্রস্তুতি  গ্রুপে নিয়মিত পোষ্ট করতাম। অনেক শুভাকাঙ্খি ভাই বোন বইটি আমাকে পিডিএফ আকারে দেওয়ার জন্য অনুরোধ করে। পেইজবুকে কিভাবে পিডিএফ ফাইল আপলোড করতে হয় তা আমি জানি না বা আপলোড করা যায় কিনা সে বিষয়ে আমি অজ্ঞ। তাই বইটি আমি খন্ড খন্ড করের আমার ব্লগ “easylinkbd” তে প্রচার করবো। বইটি যারা লিখেছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ জ্ঞানের আলো পাবলিকেশন। আমি বইটি তাদের অনুমতি ছাড়া প্রচার করছি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের সুবিধার্থে
 বইটির মোড়ক আমি উপরে দিলাম পারলে বইটি বাজার থেকে সংগ্রহ করে জ্ঞানের আলো পাবলিকেশনকে সহযোগীতা করবেন। Download করুন। 
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)